Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd অক্টোবর ২০২০

এলটিইউ এর অর্জন ও চ্যালেঞ্জসমূহ

       এলটিইউ এর অর্জনসমূহঃ 

 

  • করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি;
  • করদাতাদের ন্যূনতম সময়ে যথাযথ সেবা নিশ্চিতকরণ;
  • করদাতা এবং এলটিইউ এর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থার ক্ষেত্র প্রতিষ্ঠা;
  • কর আদায় পরিপালন ব্যয় হ্রাস;
  • এলটিইউ এর সকল উইং এ একটি আধুনিক তথ্য-প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা পদ্ধতি (ITMS) চালু;
  • করদাতা সেবাসনদ ঘোষণা;
  • বৃহৎ করদাতা ইউনিট একটি স্থিতিশীল রাজস্ব আদায় প্রবৃদ্ধির হার বজায় রেখেছে।

       এলটিইউ এর চ্যালেঞ্জসমূহঃ

 

  • সাম্প্রতিক বছরগুলোতে রাজস্ব আদায় গড় প্রবৃদ্ধির হার ৯% বিবেচনায় চলমান ২০২০-২০২১ অর্থ বছরে ১৯.২৯% প্রবৃদ্ধির হার অর্জন বৃহৎ করদাতা ইউনিটের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ; 
  • ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋনের বিপরীতে সুদের হার কমে যাওয়ার প্রেক্ষিতে সামগ্রিক ভাবে ব্যাংক আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়ায় ব্যাংকিং খাত হতে রাজস্ব আদায় হ্রাস পাওয়ার ঝুঁকি বিদ্যমান থাকা; 
  • ইন্স্যুরেন্স খাতে আয়কর মামলা সমূহের উল্লেখযোগ্য অংশ উচ্চতর আদালতে বিচারাধীন হওয়া;
  • কিছু অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ক্রমাগত লোকসানের সম্মুখীন হওয়ায় এই প্রতিষ্ঠানসমূহ বন্ধ হওয়া;
  • শেয়ারবাজার অস্থিতিশীল থাকায় মার্চেন্ট ব্যাংকের আয় হ্রাস পাওয়া;
  • অধিক্ষেত্রে নতুন করদাতা আনয়নের মাধ্যমে কর ভিত্তি সম্প্রসারণের সুযোগ নেই বিধায় বৃহৎ করদাতা ইউনিটে রাজস্ব আদায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট সংখ্যক করদাতাগণের উপর নির্ভরশীল;
  • কিছু বাস্তব, যৌক্তিক এবং সংগত কারণে বৃহৎ করদাতা ইউনিটের অধিক্ষেত্রাধীন উল্লেখযোগ্য সংখ্যক করদাতা বর্তমানে নন-ফাইলার পর্যায়ভূক্ত;    
  • লোকবল স্বল্পতায় উৎসে কর কর্তন মনিটরিং কার্যক্রম ব্যহত হওয়া;
  • অফিস ভবনে স্থানের (space) স্বল্পতার কারণে নথি সংরক্ষণ ব্যবস্থাপনায় দুর্বলতা।