Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ অক্টোবর ২০২০

ভবিষ্যৎ কর্মকৌশল

২০২০-২০২১ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশলঃ 
 
২০২০-২০২১ অর্থবছরে বৃহৎ করদাতা ইউনিট (LTU) এর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২৪,৪৫৫.১৯ কোটি টাকা। ২০১৯-২০২০ অর্থবছরে ইউনিটের কর আহরণের পরিমাণ ছিল ২০,৫০০ কোটি টাকা। আহরিত এ আয়করের তুলনায় ২০২০-২০২১ অর্থবছরের লক্ষ্যমাত্রা ১৯.২৯% বেশি। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত এই লক্ষ্যমাত্রা পূরণে LTU দৃঢ় প্রতিজ্ঞ। করসেবা তথা করদাতাদের সন্তুষ্টির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যমাত্র অর্জনের জন্য LTU ইতোমধ্যে বিস্তারিত কর্মকৌশল প্রনয়ণপূর্বক তা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ কর্মকৌশলের প্রধান পদক্ষেপসমূহ নিম্নরূপ;
 
ক) রাজস্ব আহরণ সংশ্লিষ্ট কর্ম পরিকল্পনা;
 
 অডিট মামলা নির্বাচন ও নিষ্পত্তি
 উচ্চ রাজস্ব সম্ভাবনাময় মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি ও রাজস্ব আহরণ
 বকেয়া কর আহরণ
 উৎসে কর কর্তন/সংগ্রহ কার্যক্রম মনিটরিং
 অগ্রীম কর আহরণ
 মহামান্য উচ্চ আদালত সংশ্লিষ্ট কর মামলা নিষ্পত্তিকরণ কার্যক্রম গ্রহণ
 এডিআর এর মাধ্যমে কর মামলাসমূহ নিষ্পত্তিতে উৎসাহ প্রদান
 রিটার্ন প্রসেস কার্যক্রম সম্পাদন
 ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম জোরদার করা
 
খ) রাজস্ব সংগ্রহ/আহরণ সংশ্লিষ্ট সহায়ক কর্ম পরিকল্পনা;
 
 উৎসে কর কর্তন সংশ্লিষ্ট প্রশিক্ষণ
 উৎসে কর কর্তন সংক্রান্ত ব্রোসিওর তৈরি ও বিতরণ
 উচ্চ রাজস্ব প্রদানকারী করদাতাদের সঙ্গে চা চক্র
 আয়কর পরিপত্র বিতরণ
 কভিড-১৯ পরিস্থিতে করদাতাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের অধিকতর ব্যবহার
 
গ) করদাতাদের সাথে সম্পর্ক উন্নয়ন কর্মসূচী;
 
 গণশুনানী কার্যক্রম গ্রহণ
 হ্যান্ডবুক তৈরী ও বিতরণ
 বার্ষিক প্রতিবেদন তৈরি ও বিতরণ ইত্যাদি।