Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ অক্টোবর ২০২০

ব্যক্তি-করদাতার আয়কর রিটার্ন ফরম

আয়কর বিধিমালা, 1984 সংশোধনের মাধ্যমে ব্যক্তি-করদাতার জন্য নতুন রিটার্ন ফরম (IT-11GA2016) প্রবর্তন করা হয়েছে, যা 2016-17 কর বছর থেকে কার্যকর হয়েছে। বিগত বছরের ধারাবাহিকতায় ২০২০-২০২১ কর বছরেও নতুন রিটার্নের পাশাপাশি আগের রিটার্ন ফরমগুলো ব্যবহার করা যাবে।  অর্থাৎ, ২০২০-২০২১ কর বছরে ব্যক্তি-করদাতাগণ নিম্নবর্ণিত আয়কর রিটার্ন ফরম সমূহ ব্যবহার করতে পারবেন:

 

  ▪ফরম IT-11GA2016: সকল ব্যক্তি-করদাতার জন্য প্রযোজ্য।

▪ফরম IT-GHA2020: যে সকল ব্যক্তি-করদাতার আয় ও সম্পদ যথাক্রমে ৪ লক্ষ ও ৪০ লক্ষ টাকার উর্ধ্বে নয় এবং যাদের কোন মোটর গাড়ি (জীপ বা মাইক্রোবাসসহ)  নেই বা সিটি কর্পোরেশন এলাকায় গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট নেই সে সকল করদাতার জন্য প্রযোজ্য।

▪ ফরম IT-11GA:      সকল ব্যক্তি-করদাতার জন্য প্রযোজ্য।

▪ফরম IT-11 UMA: কেবল বেতনভোগী করদাতার জন্য প্রযোজ্য

▪ফরম IT-11 CHA: যে সকল ব্যক্তি-করদাতার ব্যবসা বা পেশাখাতে আয় রয়েছে এবং এরূপ আয়ের পরিমাণ ৩ লক্ষ টাকার বেশী নয় সে সকল করদাতার জন্য প্রযোজ্য।

 

এ ছাড়া, আয়কর বিভাগ কর্তৃক পরিচালিত স্পট এ্যাসেসমেন্ট এর ক্ষেত্রে প্রযোজ্য নতুন করদাতাদের জন্য একটি ভিন্ন রিটার্ন ফরম (IT-11GAGA) রয়েছে, যা কেবল স্পট এ্যাসেসমেন্টেই ব্যবহারযোগ্য।