Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd অক্টোবর ২০২০

প্রতিষ্ঠা ও ক্রমবিকাশ

কর ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে ফাংশনাল পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে নভেম্বর, ২০০৩ সালে বৃহৎ করদাতা ইউনিট (LTU) গঠন করা হয়। যুক্তরাজ্য সরকারের DFID (Department For International Development) এর সহায়তায় RIRA (Reforms In Revenue Administration) প্রজেক্টের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে CIC (Central Intelligence Cell) এবং বৃহৎ করদাতা ইউনিট [Large Taxpayer Unit] (LTU) গঠিত হয়। পরবতীর্তে TACTS (Tax Administration Capacity and Taxpayer Service) প্রজেক্টের আওতায় ২০১১ সালে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা এর অধীনে চট্রগ্রামে একটি শাখা চালুর মাধ্যমে চট্রগ্রামে বৃহৎ করদাতা ইউনিটের কার্যক্রম সম্প্রসারণ করা হয়, যা বৃহৎ করদাতা ইউনিট (চট্টগ্রাম শাখা) নামে পরিচিত। বর্তমানে একজন কর কমিশনারের অধীনে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত অধিক্ষেত্র মোতাবেক ঢাকা ও চট্টগ্রামে বৃহৎ করদাতা ইউনিট (LTU) এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।