Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ অক্টোবর ২০২০

ব্যক্তি-করদাতার আয়কর রিটার্ন ফরম পূরণে জ্ঞাতব্য

(১) ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য নতুন রিটার্ন ফরম IT-GHA2020:

 

     ব্যক্তি শ্রেণীর করদাতা যারা নিম্নোক্ত শর্তাবলী পূরণ করেন তারা চাইলে IT-GHA2020 রিটার্নটি দাখিল করতে পারবেন:-

(ক) যাদের আয় ৪ লক্ষ টাকার উর্ধ্বে নয়; এবং

(খ) যাদের মোট পরিসম্পদ (gross wealth) ৪০ লক্ষ টাকার উর্ধ্বে নয়।

 

উক্ত শর্তাবলী পূরণ করলেও নিম্নের যেকোন একটি কারণে করদাতা IT-GHA2020 রিটার্নটি ব্যবহার করতে পারবেন না:-

(ক) আয় বছরের শেষ তারিখে মোটর গাড়ি (জীপ বা মাইক্রোবাসসহ) এর মালিকানা      থাকলে; অথবা

(খ) আয় বছরে কোন সিটি কর্পোরেশন এলাকায় কোন গৃহ-সম্পত্তি বা এপার্টমেন্টের মালিক হলে অথবা গৃহ-সম্পত্তি বা এপার্টমেন্টে বিনিয়োগ করলে।   

 

IT-GHA2020 রিটার্নটি পূরণকালে করদাতা চাইলে  মোট পরিসম্পদ (gross wealth) এর ঘরটি পূরণ করতে পারেন এবং অপর পৃষ্ঠায় সংক্ষিপ্ত আকারে সম্পদ ও দায়ের বিবরণ দিতে পারেন। এই রিটার্নে মোট পরিসম্পদ (gross wealth) এবং সম্পদ ও দায়ের বিবরণ প্রদান করদাতার জন্য অপশনাল।  

 

(২) ব্যক্তি-করদাতার জন্য ২০১৬-১৭ কর বছরে নতুন প্রবর্তিত রিটার্ন ফরম IT-11GA2016 এর মূল রিটার্নটি তিন পৃষ্ঠার। মূল রিটার্নের সাথে প্রাপ্তি স্বীকার পত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে বেতন, গৃহ-সম্পত্তি আয়, ব্যবসায় বা পেশা খাতে আয় ও কর রেয়াতের জন্য পৃথক তফসিল সংযুক্ত করতে হবে।

তিন পৃষ্ঠার মূল রিটার্ন পূরণ করা সকল ব্যক্তি-করদাতাদের জন্য বাধ্যতামূলক। এতে প্রথম পৃষ্ঠায় করদাতার বিষয়ে মৌলিক তথ্য, দ্বিতীয় পৃষ্ঠায় আয় ও করের হিসাব এবং তৃতীয় পৃষ্ঠায় সংলাগ, করদাতার প্রতিপাদন ও স্বাক্ষর প্রদান করতে হবে।

 

করদাতার আয়ের উৎসের উপর নির্ভর করে মূল রিটার্নের সাথে তফসিল যোগ হবে। বেতন আয় থাকলে বেতন সংক্রান্ত তফসিল 24A, বাড়িভাড়া আয় থাকলে সে আয়ের তফসিল 24B এবং ব্যবসায় বা পেশাগত আয় থাকলে ব্যবসায় বা পেশাগত আয়ের তফসিল 24C মূল রিটার্নের সাথে যোগ হবে। যে করদাতার এসব কোন খাতের আয় নেই তার কেবল তিন পৃষ্ঠার মূল রিটার্ন দাখিল করলেই চলবে, তফসিল দাখিল করার প্রয়োজন হবে না।

 

কেউ বিনিয়োগ রেয়াত দাবী করলে মূল রিটার্নের সাথে বিনিয়োগ রেয়াত সংক্রান্ত তফসিল 24D দাখিল করতে হবে। করদাতা রেয়াত দাবী না করলে তফসিল 24D দাখিল করার প্রয়োজন হবে না।

 

মূল রিটার্নের প্রথম পৃষ্ঠার 01 হতে 23 পর্যন্ত ক্রমিকে করদাতার বিষয়ে মৌলিক তথ্য প্রদান করতে হবে। এ অংশে পর্যায়ক্রমে কর বছর, করদাতার নাম, লিঙ্গ, টিআইএন, সার্কেল, কর অঞ্চল, আবাসিক মর্যাদা, বিশেষ কর অব্যাহতি সুবিধাপ্রাপ্তির যোগ্যতা (গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবক ইত্যাদি), জন্ম তারিখ, আয়বছর ইত্যাদি সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। 12 ক্রমিকে আয়বছর শুরু ও সমাপ্তির তারিখ উল্লেখ করতে হবে। 

 

রিটার্নের দ্বিতীয় পৃষ্ঠার 24 হতে 48 ক্রমিকে করদাতার আয় ও করের তথ্য উল্লেখ করতে হবে।

 

রিটার্নের তৃতীয় পৃষ্ঠায় সংলাগ, করদাতার প্রতিপাদন ও স্বাক্ষর প্রদান করতে হবে।

 

কোন ব্যক্তি-করদাতা প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত করমুক্ত সীমার সুবিধা গ্রহণ করলে, তার স্ত্রী/স্বামী অনুরূপ সুবিধা গ্রহণ করেছেন কি-না তার তথ্য 50 ক্রমিকে প্রদান করতে হবে।

 

ক্রমিক নং-51 তে 80(1) ধারা অনুযায়ী করদাতার জন্য পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী (IT-10B2016) দাখিল বাধ্যতামূলক কি-না তার তথ্য প্রদান করতে হবে। যদি কোন ব্যক্তি-করদাতা নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করেন তাহলে আয় বছরের শেষ তারিখে তার নিজের, spouse এর (spouse করদাতা না হয়ে থাকলে) এবং নির্ভরশীল সন্তানদের পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী ঐ ব্যক্তির আয়কর রিটার্নের সাথে দাখিল করতে হবে। শর্তসমূহ হলো-

 

(ক) আয় বছরের শেষ তারিখে মোট পরিসম্পদ (gross wealth) এর পরিমাণ ৪০ লক্ষ      টাকার অধিক হলে; অথবা

(খ)  আয় বছরের শেষ তারিখে মোটর গাড়ি (জীপ বা মাইক্রোবাসসহ) এর মালিকানা            থাকলে; অথবা

(গ) আয় বছরে কোন সিটি কর্পোরেশন এলাকায় কোন গৃহ-সম্পত্তি বা এপার্টমেন্টের মালিক হলে অথবা গৃহ-সম্পত্তি বা এপার্টমেন্টে বিনিয়োগ করলে।   

 

করদাতার রিটার্নের সাথে যে সকল তফসিল সংযুক্ত করা হয়েছে তার তথ্য ৫২ ক্রমিকে প্রদান করতে হবে।

 

করদাতার রিটার্নের সাথে পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী (IT-10B2016) এবং জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী (IT-10BB2016) সংযুক্ত করা হয়েছে কি না তার তথ্য 53 ক্রমিকে প্রদান করতে হবে।

 

কোন ব্যক্তি-করদাতার ক্ষেত্রে পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী দাখিল বাধ্যতামূলক না হলেও করদাতা চাইলে স্বপ্রণোদিতভাবে (voluntarily) পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী দাখিল করতে পারবেন।

 

ক্রমিক নং-৫4 তে রিটার্নের বিভিন্ন উৎসের আয় ও কর পরিশোধের সপক্ষে যে সকল প্রমাণাদি দাখিল করবেন তার তালিকা প্রদান করবেন।

 

ক্রমিক নং-৫৫ তে করদাতার পূর্ণ নাম উল্লেখ করবেন এবং রিটার্নে প্রদর্শিত আয়ের সত্যতা সম্পর্কে 75 ধারা অনুযায়ী প্রতিপাদন ও স্বাক্ষর (তারিখ সহ) প্রদান করবেন।

 

(৩) ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আগের রিটার্ন ফরম IT-11GA:

 

এ ফরম বাংলা ও ইংরেজী উভয় ভাষায় চালু আছে (পরিশিষ্ট ১২)। সকল ব্যক্তি-করদাতা ২০১৬-১৭ কর বছরে প্রবর্তিত নতুন ফরমের পাশাপাশি আগের রিটার্ন ফরম IT-11GA ২০২০-২০২১ কর বছরে ব্যবহার করতে পারবেন। মূল রিটার্ন, পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী (IT-10B), জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্যের বিবরণী ((IT-10BB), রিটার্ন ফরম পূরণের অনুসরণীয় নির্দেশাবলী এবং আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্রসহ মোট আট পৃষ্ঠার ফরম ও বিবরণী একসংগে সংযুক্ত রয়েছে। তবে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৮০(২) অনুযায়ী জীবনযাত্রার ব্যয় ৪ লক্ষ টাকার অধিক না হলে জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্যের বিবরণী (IT-10BB) দাখিল অপশনাল।

 

প্রথম পৃষ্ঠায় করদাতার পরিচিতিমূলক তথ্য, দ্বিতীয় পৃষ্ঠায় করদাতার বিভিন্ন খাতের আয়ের বিবরণ, প্রদেয় ও পরিশোধিত আয়করের  বিবরণ ও প্রতিপাদন, তৃতীয় পৃষ্ঠায় বেতন ও গৃহ-সম্পত্তি আয়ের বিস্তারিত বিবরণ সম্বলিত পৃথক দু’টি তফসিল, চতুর্থ পৃষ্ঠায় বিনিয়োগজনিত কর রেয়াতের একটি তফসিল ও দাখিলকৃত প্রমাণাদির তালিকা লিপিবদ্ধ করার ছক রয়েছে।

 

রিটার্নের পঞ্চম ও ষষ্ঠ পৃষ্ঠায় করদাতার পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী (IT-10B), সপ্তম পৃষ্ঠায় জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্যের বিবরণী (IT-10BB) এবং শেষ পৃষ্ঠায় রিটার্ন ফরম পূরণের অনুসরণীয় নির্দেশাবলী সংযুক্ত রয়েছে। আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্রটি সপ্তম ও অষ্টম পৃষ্ঠার শেষাংশে সংযুক্ত আছে।

 

(৪) ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন ফরম IT-11 UMA এবং IT-11 CHA:

 

কেবল বেতনভোগী করদাতাগণ এবং যে সকল ব্যক্তি-করদাতার ব্যবসা বা পেশাখাতে আয় রয়েছে ও এরূপ আয়ের পরিমাণ ৩ লক্ষ টাকার বেশী নয় সে সকল করদাতা চাইলে ২০২০-২০২১ কর বছরে যথাক্রমে IT-11 UMA এবং IT-11 CHA বিশিষ্ট রিটার্ন ফরমও ব্যবহার করতে পারেন। ফরম দুটি স্বব্যাখ্যাত।

 

উল্লেখ্য, এ দু’শ্রেণির করদাতাগণ 2016-17 কর বছরে নতুন প্রবর্তিত তিন পৃষ্ঠার রিটার্ন ফরম IT-11GA2016 বা আগের আট পৃষ্ঠার ফরম ব্যবহার করতে পারবেন। 

 

(৫) নতুন করদাতা হলে তার পাসপোর্ট সাইজের এক কপি ছবি রিটার্নের সাথে দিতে হবে। ছবিটি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা ওয়ার্ড কমিশনার অথবা যে কোন টিআইএনধারী করদাতা কর্তৃক সত্যায়িত হতে হবে। প্রতি পাঁচ বছর পর পর একজন ব্যক্তি-করদাতাকে তার সত্যায়িত ছবি রিটার্নের সাথে দিতে হবে।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon